Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জেলার সংস্কৃতি চর্চার প্রচার প্রসার ও বিকাশের লক্ষ্যে কাজ করা

প্রশিক্ষণঃ সংগীত,নৃত্যকলা,তালযন্ত্র,নাট্যকলা বিভাগ :

ডিসেম্বর মাসে ভর্তি ফরম বিতরণ ও ভর্তি কার্যক্রম শুরু

৫ থেকে ৯ বছর এবং ১০ বছর থেকে তদুর্দ্ধ প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবে।

ক. সংগীত বিভাগ : ৪ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স

খ. নৃত্যকলা বিভাগ: ৪ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স

গ. তালযন্ত্র বিভাগ: ৪ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স

ঘ. নাট্যকলা বিভাগ:২ বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স

ঙ. প্রতি বছর বার্ষিক পরিক্ষা নেওয়া হয়।

কোর্স শেষে সাটিফিকেট প্রদান করা হয়।

সেবা প্রদানকারীঃসংশ্লিষ্ঠ বিভাগের প্রশিক্ষকগন

ভাতা ও অনুদান প্রদানঃ

প্রতিবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জাতীয় পত্রিকা সমুহে বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নিদিষ্ঠ সময়ে অনুদান প্রদান সংক্রান্ত যাচাই বাছাই জেলা কমিটির নিকট আবেদন জমা প্রদান করতে হবে।

জেলা কমিটি কর্তৃক আবেদন যাচাই বাছাই এর পর মন্ত্রণালয়ে প্রেরণ।

মন্ত্রণালয় হতে  চুড়ান্ত তালিকানুযায়ী অনুদান ও ভাতা প্রদান।

সেবা প্রদানকারীঃঅস্বচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুদান প্রদান সংক্রান্ত যাচাই বাছাই জেলা কমিটি